বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে বিক্ষোভরত শ্রমিকদের সাথে যৌথ বাহিনীর সংঘর্ষে গুলিতে নিহত শ্রমিক কাওসার ও অনেক শ্রমিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। অধিকার প্রশ্নে বিভিন্ন সময়ে প্রতারিত শ্রমিকরা, কর্মক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তার দাবিতে পথে নেমেছে। বিবৃতি তারা বলেন, কিন্তু অতীতের মতোই এই শিল্পের মালিকেরা শ্রমিকদের আন্দোলনকে নাশকতা, অন্তর্ঘাত ও বাজার হারানোর ভয় দেখিয়ে সরকারের আনুকূল্যে শ্রম ব্যবস্থাপনার ১৩(১) ধারার মত অগণতান্ত্রিক আইনের অপপ্রয়োগ করে কারখানা বন্ধ করার কারণে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। পূর্ব ঘোষিত দিনে শ্রমিকদের ক্ষতিপূরণ ও বকেয়া পাওনা পরিশোধ না করে মালিকরা কথিত শ্রমিক নেতাদের সাথে অনৈতিক আর্থিক লেনদেন করে সংশ্লিষ্ট দিনের পরিবর্তে নতুন তারিখ ঘোষণা করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন ঘটনার জন্য দায়ী মালিক পক্ষকে গ্রেফতার না করে শ্রমিকদের গুলি চালিয়ে হত্যা ও জখম করা অন্যায় ও নিন্দনীয়, যা ফ্যাসিবাদী আচরণ বৈ কিছু নয়। এটা বৈষম্য মূলক। বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার জন্য দায়ী মালিকদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনা এবং নিহত ও আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহত শ্রমিকদের বিনা মূল্যে চিকিৎসা প্রদানের দাবী জানান। বিবৃতিতে তারা শ্রমিক অসন্তোষ নিরসনে তাদের সাথে কার্যকর আলোচনার উদ্যোগ ও শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধ করে কারখানা চালুর ব্যবস্থা নেয়ার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত