আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব,
সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সোমবার (১২ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। এসময় প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। এসময় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। এসময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া এদিন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত