আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সংকটময় মুহূর্তে ঐক্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হারুনুর রশীদ। সোমবার (১২ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের বারঘরিয়া পার্কে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যমুনা সেতুর নাম পরিবর্তন করার দাবি জানিয়ে তিনি বলেছেন, কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে। একই সঙ্গে এই গণআন্দোলনে নিহত ও আহতদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেছেন, ‘অবশ্যই বাংলাদেশের মানুষ এখন অনেক সংকটময় সময় পার করছে। এই সময়ে আমাদের অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না কঠিন সময় পার করছি।’ কোটা বিরোধী আন্দোলনে নিহত-আহত করা ব্যক্তিদের গ্রেপ্তার ও রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবিতে এই সমাবেশের আয়োজন চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপি। এতে অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিএনপি নেতা হারুন বলেছেন- শেখ হাসিনা ভারতে গিয়ে কুটচাল চালাচ্ছেন। সেখানে বসে তিনি বিভিন্ন ধরণের সলা-পরামর্শ করছেন। ভারতকে পরিষ্কার বলতে চাই, তারা কী আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখবে না বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে। যদি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আমাদের দরজা খোলা রয়েছে। আমাদের নিকটতম প্রতিবেশী দেশের সঙ্গে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ ও রাজনীতিতে নাক গলাতে চায় তাহলে উচিত জবাব দেয়া হবে। শেখ হাসিনা পুলিশ ও বিচার বিভাগকে নিজের মতো করে ব্যবহার করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করবা। গুম করবা। আইনের অপব্যবহার করবা।রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে, পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীকে নিজের ব্যক্তিগতভাবে ব্যবহার করবা। বিচার বিভাগকে ব্যক্তিগত কাজে ব্যবহার করবা। এমন করে দেশ চলতে পারে না। পদত্যাগী আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে হারুনুর রশীদ বলেন, অবৈধভাবে সরকার গঠন করে গত ১৫ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করেছে। এ সময় মানুষ রাতে শান্তভাবে ঘুমাতে পারেনি। বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাকে এসব ঘটনায় বিচারের মুখোমুখি করতে হবে। প্রধান অতিথির বক্তব্যের শেষ দিকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবি জানান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর কবির, পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, জেলা স্বেচ্ছাসেবক লের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, জেলা যুব-দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বিএনপি নেতা শামসুল হক, আ ক ম শহিদুল আলম বিশ্বাস পলাশ,তাসেম আলীসহ অন্যরা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত