আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, প্রশাসনের সকল স্তরে আইনের শাসন নিশ্চিত করতে হবে
তিনি সরকারি আইন ও বিধি-বিধানের আলোকে ভবিষ্যতের উন্নয়ন ও কল্যাণের দিক বিবেচনা করে প্রশাসনিক দায়িত্ব সঠিকভাবে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।
রবিবার (১১ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, জনগণের আশা আকাঙ্খার প্রতি খেয়াল রেখে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব গ্রাম-গঞ্জ পর্যন্ত বিস্তৃত বিধায় মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি সঞ্চার করে জনগণের প্রত্যাশা পূরণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত