মৃত্যুনঞ্জয় রায়, সিনিয়র রিপোর্টার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আন্দোলন দমনে হয়রানিমূলক মামলা, দেশে বিদ্যমান মামলাজট কমাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়।
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে মন্ত্রণায়ের বিভিন্ন পর্যায়ের কর্মাকর্তাদের সভায় শনিবার (১০ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্ত্রণালয়ে সভার শুরুতেই ছাত্র-জনতার গণআন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিন সভায় বক্তৃতায় উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, স্বাধীনতা যুদ্ধের পরে এত বড় গণআন্দোলন আর কখনো হয়নি। এই গণআন্দোলনের মাধ্যমে যে বিজয় হয়েছে তা মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত চেহারা। শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ধর্ম, গোষ্ঠী, বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করার অনুরোধ করেন তিনি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত