আলী আশরাফ আখন্দ, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সফল নেতৃত্বে দেশের বর্তমান সংকট কেটে যাবে। বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) পঙ্গু হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, অসংখ্য ছাত্র ও নাগরিককে আমরা হারিয়ে ফেলেছি। হাসপাতালে আমরা একটা তালিকা পেয়েছি। ৮ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছয়শজনের বেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। অসংখ্য হাসপাতালেই এরকম চিত্রই দেখা যাবে। ছাত্ররা দেশের কল্যাণে যেভাবে কাজ করেছে, তা দেখে আমি অভিভূত। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। সহযোগিতার কথা বলেছি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত