মোঃ আতিকুর রহমান, প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু আমাদের গর্বের সেতু। সবাই বলেছিল বিশ্বব্যাংক ছাড়া পদ্মা সেতু করা যাবে না। এ দেশের বুদ্ধিজীবীরা কেউ বলেনি বিশ্বব্যাংক ছাড়া পদ্মা সেতু করা যাবে। আমার সাথে কেউ ছিল না। আমার সাথে বাংলাদেশের মানুষ ছিল। আমি বলেছিলাম আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করবো। পদ্মা সেতু হবে বাংলাদেশের জনগণের টাকায়। আজ পদ্মা সেতু হয়েছে। এটা টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। আজকের বাংলাদেশে এ একটি সিদ্ধান্তের কারণে বাংলাদেশের মানুষ আজ সারাবিশ্বে গর্বের সাথে বলতে পারে আমরা বাংলাদেশী। এজন্য আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। পদ্মা সেতু প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। শুক্রবার (৫ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) মুন্সিগঞ্জ জেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর সাথে আমরা রেল সেতু করেছি। এখন ঢাকা থেকে সরাসরি মংলা বন্দর পর্যন্ত রেল যোগাযোগ হয়েছে। এর আগেও যখন যমুনা সেতু করা হয় তখন আমি যমুনা সেতুর সাথে রেল সেতু প্রস্তাব করেছিলাম। বাঙালি জাতি বিশ্ব সভায় মাথা উঁচু করে চলবে, এটাই ছিল জাতির পিতার ইচ্ছা। তিনি বাঙালি জাতির জন্য নিজের জীবন দিয়েছিলেন। জাতির পিতাকে হত্যার পর বাঙালি জাতিকে মর্যাদাহীন করে দেয়া হয়েছিল। ২১বছর ক্ষমতার বাইরে ছিলাম। আমার বাবা কখনো মাথা নিচু করেনি আমিও করবো না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি পেইন্টিং ও ক্রেস্ট উপহার দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সেতু বিভাগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সিনিয়র সচিব মোঃ মঞ্জুর হোসেন। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় খন্দকার আনোয়ারুল ইসলাম পদ্মা সেতু প্রকল্পের শুরু থেকে প্রকল্পের সমাপনী পর্যন্ত বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা দেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত