আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যতদিন পদ্মা সেতু থাকবে ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উচ্চারিত হবে। আজকে পদ্মা সেতু শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ দূরদর্শন ও সাহসী নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। ইতিহাসের আরেকটি অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন। সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের নিজের টাকায় পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা বলেই তিনি এ সাহস পেয়েছেন। শুক্রবার (৫ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) মুন্সিগঞ্জ জেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রকল্পের শুরু থেকে প্রকল্পের সমাপনী পর্যন্ত বিভিন্ন অভিজ্ঞতা এবং পদ্মা সেতুর পূর্বে মানুষের বিভিন্ন ভোগান্তির কথা উল্লেখ করেন। পদ্মা সেতু নির্মাণের পর মানুষের কষ্ট-ভোগান্তি লাঘবের পাশাপাশি জনগণের জীবনমান উন্নত হয়েছে বলে জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত