আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাকরি স্থায়ী-করণসহ দুই দফা দাবিতে চারদিন ধরে কর্মবিরতি পালন করছে চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) পর্যন্ত চতুর্থ দিনের মতো জরুরি-সেবা ছাড়া যাবতীয় কার্যক্রম বন্ধ রেখে কর্মসূচি পালন করেন তারা। চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে অবস্থান নিয়ে কর্মসূচি সংক্ষিপ্ত সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বক্তব্য দেন, বিভিন্ন জোনাল ও সাব জোনাল অফিসের প্রকৌশলী, বিলিং সহকারী , মিটার রিডার ও ল্যাইনম্যানরা। এ সময় বক্তারা অভিন্ন চাকরি-বিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে চাকুরী স্থায়ী করনের দাবি জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত