ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভেসে এসেছে দশ বছরের এক শিশুর মরদেহ। মরদেহটি উদ্ধারের পর পতাকা বৈঠক শেষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। মঙ্গলবার (২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) রাতে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে মরদেহটি ফেরত দেয়া হয়। এর আগে একই দিন বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের উত্তর খালপাড়ার সীমান্ত এলাকার যমুনা নদীতে ভারত থেকে মরদেহটি ভেসে আসতে দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে চাকলাহাট ইউনিয়নের উত্তর খালপাড়া এলাকায় ওই শিশুর মরদেহ ভেসে আসে। স্থানীয় এক ব্যক্তি মাছ মারতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের নিয়ে উদ্ধার করে আন্তর্জাতিক সীমানার ৭৬১/৩৪ নম্বর পিলারের পাশে জিরো লাইনে রেখে দিয়ে বিজিবিকে খবর দেয়। তবে ওই শিশুর পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। নীলফামারী ৫৬ বিজিবির অধীনে থাকা পঞ্চগড়ের জয়ধরভাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার রেজাউল ইসলাম জানান, সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত-রক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ওই কিশোরের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত