আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, পাবনা জেলার ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ গোলাম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার (২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আনুমানিক সন্ধ্যা ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ডেপুটি স্পীকার মোঃ গোলাম হোসেনের মৃত্যুতে শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রসঙ্গত মোঃ গোলাম হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ, পাবনা জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর উপজেলা শাখা মানবাধিকার কমিশন, পাঠক ফোরাম দৈনিক আজকের কাগজ ও মোটর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি সবসময় সমাজের উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। উল্লেখ্য পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারী নগর গ্রামে জন্মগ্রহণকারী এই বরেণ্য রাজনীতিবিদ মৃত্যুকালে তিন ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত