খুলনা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার (১৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন। পরিদর্শন-কালে সিটি মেয়র বলেন, ১৭ জুন সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ মাঠে ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে আয়োজনের জন্য সার্কিট হাউজ মাঠ প্রস্তুতের সকল কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সার্কিট হাউজ আমাদের ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে প্রতি বছর দুইটি ইদের নামাজ খুলনার মানুষ আগ্রহের সাথে আদায় করে থাকেন। তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়া থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় ইদের জামাত অনুষ্ঠিত হবে। সন্ধ্যার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করার পরিকল্পনা রয়েছে। এজন্য ৩১টি ওয়ার্ডে জনবল প্রস্তুত রয়েছে। পরিদর্শন-কালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, কেসিসির প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসনসহ কেসিসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত