ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এসময় তিনি সেখান থেকে ছেড়ে যাওয়া ট্রেনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মন্ত্রী বলেন, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনীদের সহযোগিতায় সফলতার সাথে ঈদে ঘরমুখো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন, সব প্রস্তুতি আছে। ঢাকা থেকে প্রতিদিন ৬৪টি ট্রেন ছেড়ে যায়। সকল ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে। নিরাপদ ঈদ-যাত্রার লক্ষ্যে রেলওয়ে সকল ধরনের কর্মপ্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া, আম ও গবাদিপশু পরিবহণের জন্য স্পেশাল ট্রেনও চালু করা হয়েছে। এসময় রেলপথ সচিব হুমায়ুন কবীর ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত