আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী কৃষক অপারেটর ও ডিলার প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১১ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে জেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ( বি এম ডি এ ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে মোঃ আল মামুনুর রশীদ নির্বাহী প্রকৌশলী বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতিত্বে কৃষক অপারেটর ও ডিলারদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ কর্মকর্তা ড.প্রকৌশলী মোঃ আবুল কাসেম , এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর, পার্টনার প্রোগ্রাম বিএমডিএ রাজশাহী, জনাব মোঃ শমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএমডি, রাজশাহী, মোঃ আতিকুর রহমান নির্বাহী প্রকৌশলী, বিএমডি, রাজশাহী, মোসাঃ সাদিয়া আফরিন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এসআরডিআ, আঞ্চলিক অফিস চাঁপাইনবাবগঞ্জ ড.পলাশ সরকার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা, ড.মোহাম্মদ গোলাম মোস্তফা প্রাণিসম্পদ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলা, মোহাম্মদ হাবিবুর রহমান জেলা মৎস্য কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ, মোঃ মেহেদ্দীজ্জামান সহকারী বোন সংরক্ষণ চাঁপাইনবাবগঞ্জ জোন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রফিকুল ইসলাম। তিন দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ রিজনের আওতায় পাঁচটি জন থেকে ১ জন অপারেটর ১জন ভেন্ডিং ডিলার ও ৩জন কৃষক মোট ২৫ জন অংশ নেন। প্রশিক্ষণে বক্তা বলেন চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের পতিত জমি সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিসমূহ আপনাদের মাধ্যম্যে সম্প্রসারণ করতে হবে। এজন্য প্রশিক্ষণের বিকল্প নেই। আপনারা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ কৃষি তথ্য ও যোগাযোগের মাধ্যমে আপনার এলাকার কৃষকদের মধ্যে সম্প্রসারণ করবেন। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে প্রচুর পরিমাণ পতিত জমি রয়েছে এই জমিগুলো ব্যবহারের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকারের সঠিক এবং সময়োপযোগী পদক্ষেপে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্যাভ্যাস পরিবর্তন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে মাঠ পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার সম্প্রসারণে মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করার ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। এর ধারাবাহিকতায় কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) মাধ্যমে কৃষি তথ্য সেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছাতে এআইসিসি সদস্যদের প্রশিক্ষিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রয়োজন। ভূপৃষ্ঠ পানি ও সৌরশক্তিকে কাজে লাগিয়ে আধুনিক ও বিজ্ঞানসম্মত কৃষি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বি এম ডিএ) নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে তিনি প্রকল্পের পরিচিতি, কৃষি তথ্য বিস্তারে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ভূমিকা এবং কৃষিতে তথ্য প্রযুক্তির (অ্যাপস, ওয়েব সাইট, কৃষি কল সেন্টার, ইউডিসি, ফিয়াক সেন্টার, রেডিও ও টিভি,) ব্যবহার বিষয়ে প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করেন। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের যথাসময়ে ক্লাসে উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞান তাদের এলাকায় অন্য চাষীদের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত