বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্ব ও দেশপ্রেমের কারণে
আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন ও অগ্রযাত্রা সারাবিশ্বে স্বীকৃত। তাঁর গতিশীল ও দূরদর্শী মেধা-প্রজ্ঞার কারণে বিশ্বব্যাংকসহ দেশি-বিদেশি বিরোধিতাকারীদের অপচেষ্টাকে রুখে দিয়ে পদ্মা বহুমুখী সেতুর ন্যায় বিশেষ ফাস্ট-ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আবুল হাসানাত আবদুল্লাহ্ মঙ্গলবার বরিশাল ক্লাব মিলনায়তনে আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সাফল্যমন্ডিতকরণে আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, আওয়ামী লীগের যুগ্মসম্পাদক বাহাউদ্দিন নাসিম, সংসদ সদস্য আ স ম ফিরোজ, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোঃ শাহে আলম, পঙ্কজ দেবনাথ, নূরুন নবী চৌধুরী শাওন, শওকত হাচানুর রহমান প্রমুখ। আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান বানচাল করতে দেশ বিরোধী চক্র ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে বরিশাল বিভাগের দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের অন্যান্য দেশের জন্য উন্নয়ন স্বপ্নদ্রষ্টা। মেট্রোরেল, কর্ণফুলী টানেল, ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাতারবাড়ী ও পায়রা সমুদ্রবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ন্যায় প্রকল্পগুলোকে বাস্তবায়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক খাতে নতুন মাত্রা সংযোজিত হবে। এসব উন্নয়নের সাফল্যগাঁথা বাংলাদেশকে পৌঁছে দিচ্ছে বিশ্ব দরবারে মর্যাদার আসনে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত