মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মোবাইল চোর ও ছিনতাইকারী চক্র এবং মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী সংঘবদ্ধ চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল এবং মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী বিভিন্ন ডিভাইসসহ গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা। সোমবার (১০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) কোতোয়ালী থানা এলাকার বন্দর বাজারস্থ করিম উল্লাহ মার্কেট থেকে তাদের আটক করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা থানার রাউয়াই উম্মর কবুল গ্রামের রফিকুল ইসলাম সেতাব-এর পুত্র নজিবুল ইসলাম জেবলু (২২), শাহপরান থানার লামাপাড়া গ্রামের মোঃ বাচ্চু মিয়া-এর পুত্র মোঃ আব্দুর রহিম (২৮), হবিগঞ্জ, বাহুবল থানার ভবানীপুর গ্রামের মোঃ আকল মিয়া-এর পুত্র মোঃ মাসুদ মিয়া (২৩), মোঘলাবাজার থানার সলামটিকরপাড়া গ্রামের মানিক মিয়া-এর পুত্র মিজানুর রহমান (২২) ও দক্ষিণ সুরমা থানার ধরাদরপুর গ্রামের আব্দুর রজ্জাক এর পুত্র আব্দুর রহমান (২২)। এ সময় তাদের কাছ থেকে ২৩১ টি স্মার্ট মোবাইল, ১০ টি বাটন মোবাইল, ১০ টি ট্যাব, ২ টি পিসি, ৩ টি মনিটর, ২ টি কীবোর্ড, ২ টি মাউস, ১ টি হার্ডড্রাইভ, ২ টি পেন-ড্রাইভ, নগদ ৭৫ হাজার ৫শত ৫০ টাকা এবং ১টি আইএমইআই পরিবর্তনকারী ডিভাইস জব্দ করা হয়। র্যাব সূত্র জানায়, জনবহুল এলাকায় একাধিক সংঘবদ্ধ মোবাইল চুরি ও ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। খুবই অল্প সময়ে চুরি-ছিনতাইয়ের কাজ শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে চুরি ও ছিনতাইকৃত এসব মোবাইল পরবর্তীতে আইএমইআই পরিবর্তন করা হয়। পাশাপাশি তারা মোবাইলের কেসিন, ডিসপ্লেও পরিবর্তন করে ফেলে। অনেক ক্ষেত্রে এই সকল মোবাইল বিভিন্ন অপরাধ করার জন্য অপরাধীরা ক্রয় করে থাকে। গ্রেফতারকৃত এই চক্রটি দীর্ঘদিন যাবত মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেছে বলে জানা যায়। ব্র্যান্ড এবং কোয়ালিটি ভেদে এসব মোবাইলের দাম বিভিন্ন পরিমাণ টাকা পর্যন্ত হয়ে থাকে। গ্রেফতারকৃত এই চক্রটি প্রায় ২০ থেকে ২৫ হাজারের অধিক মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেছে বলে জানায়। তারা ব্র্যান্ড ও কোয়ালিটি-ভেদে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যেই যে কোন মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রয়ের জন্য প্রস্তুত করে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত