ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিদেশি শিল্পীর অংশগ্রহণে নির্মিত বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন টেলিভিশন চ্যানেলে প্রচারের ক্ষেত্রে এককালীন ২০ হাজার টাকা ফি হিসেবে এবং বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে প্রতি বিদেশি শিল্পীর জন্য ২ লাখ টাকা ফি (ভ্যাট ও আয়কর ব্যতীত) জমা দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। ফি প্রদানের জন্য নির্ধারিত কোড ১-৩৩০১-০১১৪-৪১০১। ‘দেশীয় চলচ্চিত্রে বিদেশি অভিনয় শিল্পী, কলাকুশলী, সংগীতজ্ঞ, সংগীত শিল্পী ও বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা-২০২১ (সংশোধিত)’-এর অনুচ্ছেদ (৩) অনুযায়ী, দেশীয় পণ্যের বিজ্ঞাপনে বিদেশি শিল্পী অংশগ্রহণ করলে বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে প্রতি বিদেশি শিল্পীর জন্য ২ লাখ টাকা ফি (ভ্যাট ও আয়কর ব্যতীত) এবং নির্মিত বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট টিভি চ্যানেলকে এককালীন ২০ হাজার টাকা ফি হিসেবে সরকারকে প্রদানের বিধান রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয় ২২ জুন ২০২১ এ সংক্রান্ত নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। গত ৬ জুন ২০২৪ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সকল টেলিভিশন চ্যানেলকে এ তথ্য জানানো হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত