অটোয়া, কানাডা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কানাডার অটোয়ায় শুক্রবার (০৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশ হাই-কমিশনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৬-দফা দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষ্যে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে হাই-কমিশন প্রাঙ্গণে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার দেওয়ান হোসেন আইয়ুব। অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত হাইকমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া, দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় বক্তারা ঐতিহাসিক ৬-দফার প্রেক্ষাপট ও ঐতিহাসিক তাৎপর্যের ওপর আলোকপাত করেন। তাঁরা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ৬-দফা আন্দোলনের ভূমিকা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এর অবদানের ওপর জোর দেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত