আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যর্থতার জন্য যদি কেউ দায়ী হন অবশ্যই বিচার হবে। এব্যাপারে যে সমস্যা হয়েছে আমরা তা তদন্ত করে দেখছি। প্রধানমন্ত্রী বুধবার (০৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বিরোধী দলীয় চীফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান। এর আগে এদিন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত