ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের বোদা উপজেলায় জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের সাথে মুঠোফোনে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মিলন ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (০৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) আইনি প্রক্রিয়া শেষে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয় তাকে। এর আগে মঙ্গলবার (০৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) দিনগত গভীর রাতে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মিলন ইসলাম একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মিলন ইসলাম জিনের বাদশা সেজে মানুষের সাথে হনুমানি পয়সা, স্বর্ণের পুতুল (নকল), কষ্টি পাথরের মূর্তি (নকল), তক্ষকসহ বিদেশী ডলার দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। এছাড়া চক্রটি জিনের ক্ষমতার মাধ্যমে চলতি বিভিন্ন পর্যায়ের উপজেলা নির্বাচনে প্রার্থীদের বিজয়ী করতে পারবেন বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মিলন নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারের পর বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত