বরগুনা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দক্ষিণ অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবন-যুদ্ধে লিপ্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ আসবেই, সেটাকে মোকাবিলা করে মানুষের জীবনমান রক্ষা করাই সরকারের লক্ষ্য এবং সেটাই আওয়ামী সরকার করে যাচ্ছে। দুর্যোগ প্রশমনে সরকারের উদ্যোগ এবং আন্তরিকতার কোনো অভাব নেই। ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলসহ ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকার দুর্যোগ প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের ফলে দুর্যোগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অতীতের চেয়ে অনেকাংশে কমে এসেছে। মঙ্গলবার (০৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) দিনব্যাপী প্রতিমন্ত্রী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া, কালমেঘা ও জিনাতলা;বামনা উপজেলার রামনা, বেতাগী উপজেলার কালিকাবাড়ী এবং বরগুনা সদর উপজেলার বদরখালি, ডালভাঙ্গা এলাকায় ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গত জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সবরকম সহায়তার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত এলাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্দেশ প্রদান করেন। এ সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) দক্ষিণাঞ্চল মোঃ আব্দুল হান্নান, বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম, বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম পিপিএম-সেবা-সহ অন্যান্য সরকারী কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত