ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের জনগণকে সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিম। গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (০৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ৯ টায় অধিদপ্তরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ কর্মশালা এবং মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: নিজামূল কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। সভায় সম্পদ-ব্যক্তি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের যুগ্ম-সচিব মুহাম্মদ মনজুরুল হক। গণযোগাযোগ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত