জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিন্ত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সমবেত হয় আমন্ত্রিত অতিথিবৃন্দ। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের সভাপতিত্বে, সভায় তামাক ও মাদক সম্পর্কিত দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম ইলিয়াস, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, শতকরা ৮৫-৯০ ভাগ ফুসফুস ক্যান্সারের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তামাক দায়ী। আর এ জন্য সাধারণ মানুষকেও ধূমপানে নিরুৎসাহিত করতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত