আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি দীপংকর তালুকদার এর সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, মোঃ শাহাব উদ্দিন, এস এম আতাউল হক, মোঃ ছানুয়ার হোসেন ছানু, এবং আরমা দত্ত অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সুন্দরবনের জীববৈচিত্র্য বিষয়ে বৈঠকে সার্বিকভাবে আলোচনা করা হয় এবং কমিটির সদস্য আরমা দত্তকে আহ্বায়ক করে এস, এম, আতাউল হক ও মো: ছানুয়ার হোসেন ছানুকে সদস্য করে ১নং সাব-কমিটি গঠন করা হয়। সুন্দরবনের অভ্যন্তরে মিঠা পানির পর্যাপ্ত সরবরাহের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এ সময় কপ সম্মেলনের প্রস্তুতি বিষয়ে আলোচনাসহ বন অধিদপ্তরের অধীনে চলমান বিভিন্ন প্রকল্প রংপুর ও দিনাজপুরের বনাঞ্চল নিয়ে সমীক্ষা প্রকল্প ও সুন্দরবন অঞ্চল নিয়ে কারিগরি প্রকল্পের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য অধিদপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত