জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় মঙ্গলবার (২৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় ও শিবপুর উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহজাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরজাহাত তাসনিম আওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা দমন কমিশনের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল। মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। মোডারেটর ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আঃ আউয়াল, বিচারক ছিলেন আইসিটি অফিসার পপিয়া নাজনীন ও বিরামপুর সরকারি কলেজের প্রভাষক ডঃ খায়রুল আলম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাহমুদুল হক প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথম হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত