আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রুখতে পারে সহিংসতা স্লোগান নিয়ে বৃহস্পতিবার (২৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ) মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাকক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক বিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নারী ও শিশু নির্যাতন বন্ধের সমন্বিত পরিকল্পনা গ্রহণ, সারাদেশে যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার নিমিত্তে সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮- ২০৩০ বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়ে কমিটির সদস্যদের মধ্যে আলোচনা করা হয়। নারী পাচার, যৌন হয়রানি ও অন্য সব ধরনের শোষণ বঞ্চনা অবসানের নিমিত্তে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগের কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা ১৪ টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন, ৬৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল স্থাপন, জাতীয় পর্যায়ে একটি ডিএনএ প্রোফাইলিং ল্যাব, বিভাগীয় পর্যায়ে ৮টি ডিএনএ স্ক্রিনিং ল্যাব, টোল ফ্রি ১০৯ হেল্পলাইন স্থাপন, ন্যাশনাল ও রিজনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার স্থাপন, ৬টি সেল্টার হোম স্থাপন এবং জয় মোবাইল অ্যাপস তৈরি করেছি। সামাজিক নিরাপত্তা কার্যক্রম আওতায় গৃহীত কর্মসূচি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, VWB কর্মসূচির আওতায় বর্তমানে ১০ লক্ষ ৪০ হাজার নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে, MCBP কর্মসূচির আওতায় প্রতিমাসে ৮০০ টাকা করে সারাদেশে ১৫ লক্ষ ৪ হাজার জন মাকে প্রদান করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে প্রান্তিক কিশোর কিশোরীদের লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে বর্তমানে ৪৮৮৩ টি ক্লাব এবং ১৫০০টি হাব গঠন করা হয়েছে। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহায়তা প্রতিরোধের জাতীয় পরিকল্পনায় মোট ৪০৩টি কার্যক্রম অন্তর্ভুক্ত হয়েছে। কর্মপরিকল্পনা অনুযায়ী নারী ও শিশু প্রতিরোধে ৩৫টি মন্ত্রণালয়/বিভাগ সুনির্দিষ্ট দায়িত্ব অন্তর্ভুক্ত করা হয়েছে। উক্ত সভায় মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, খাদিজাতুল আনোয়ার,সংসদ সদস্য-২৭৯,জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত