রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মোবাইলে কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ প্রাপ্তিতে দিনদিন জনপ্রিয় হচ্ছে কৃষি কল সেন্টারের হটলাইন নম্বর ১৬১২৩। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যে কেউ এ নম্বরে কল করে কৃষি বিষয়ক যেকোনো সমস্যার বিশেষজ্ঞ-পরামর্শ গ্রহণ করতে পারবেন। যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে এ নম্বরে কল করা যাবে। প্রতি মিনিটে ব্যয় হবে ২৫ পয়সা। কৃষি কল সেন্টারে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এ তিন ক্যাটাগরিতে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
কৃষি বিষয়ক সর্বাধুনিক প্রযুক্তি, সেবা ও তথ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১২ সালের জুন মাসে কৃষি তথ্য সার্ভিসের পরিচালনায় ‘কৃষি কল সেন্টার’ এ পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। ২০১৪ সালের জুন মাস থেকে কৃষি কল সেন্টারের হটলাইন নম্বর ১৬১২৩ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত