মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী (১৩ থেকে ১৫ জুন পর্যন্ত) কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। উপজেলা পরিষদ চত্বরের এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির। ভোলাহাট উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলীর তত্বাবধানে মেলার যাবতীয় কার্যক্রম ও ব্যবস্থাপনা পরিচালিত হয়। মেলায় দেশীয়, স্থানীয় ও উচ্চ ফলনশীল জাতের কৃষি পণ্যের সমাহার দেখা গেছে। বিশটি স্টল এই মেলায় অংশ নেয়। মেলায় সবজির মধ্যে উল্লেখযোগ্য হলো চিচিংগা, ঝিংগা, করলা, কুমড়া, পটল, ডাড়ি, শশা, লাউ, কোদমা,লালমি, ঢেড়শ, বিভিন্ন ধরনের শাক এবং ফলের মধ্যে আম, কলা, জাম, কামরাঙ্গা, কাঠাল, সাফাটু, আতা, আমড়া, খেজুর,আঙ্গুর, আনারস, কমলা, লেবু, তালকুর, ডালিম, স্ট্রবেরি, পেয়ারা, এবং বিভিন্ন দেশী ও বিদেশি জাতের কৃষি ফসল ছিল অন্যতম। এ ছাড়াও কৃষি নির্ভর অনেক বিষ ও বীজ কোম্পানির উদ্যোক্তারা এই মেলায় অংশ গ্রহণ করে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত