আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার শিবগঞ্জে আগুনে পুড়ে ৯ টি মুদি ও কসমেটিকস দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (০১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ১২টার দিকে, হঠাৎ শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনের কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে ৯টি মুদি ও কসমেটিকস দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। পরে খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ও জেলা সদরের ১টি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে ভস্মীভূত হয় ৯ টি দোকান। এতে কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। তাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। শিবগঞ্জ থানার ওসি জানান, মুদি দোকানগুলোতে থাকা সয়াবিনসহ বিভিন্ন তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশে পানির কোন ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে জেলা সদর ও শিবগঞ্জের মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। পরবর্তীতে জানানো হবে। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেন শিবগঞ্জ পৌর মেয়র মনিরুল ইসলাম, ওসি সাজ্জাদ হোসেন, জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মাদ মাহবুবুল ইসলাম।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত