আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মঙ্গলবার (০২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার বেনজীর আহমেদ এমপি’র নিকট ২৫ সদস্যের প্যানেল জমা প্রদান করেন। চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে সভাপতি করে সহ-সভাপতি এ, বি, এম ফজলে করিম চৌধুরী এমপি, সহ-সভাপতি হুইপ ইকবালুর রহিম এমপি, সহ-সভাপতি মাহবুব আরা বেগম গিনি, সাধারণ সম্পাদক হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম এমপি, কোষাধ্যক্ষ সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি এবং সদস্য আ, স, ম ফিরোজ এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি ও জারা জাবীন মাহবুব এমপিসহ মেম্বার’স ক্লাবের অন্যান্য আজীবন সদস্যবৃন্দকে নিয়ে প্যানেলটি গঠিত হয়। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের ৯০দিনের মধ্যে পার্লামেন্ট মেম্বার’স ক্লাব নির্বাহী কমিটির এই নির্বাচনের রেওয়াজ রয়েছে। আগামী ০৪ এপ্রিল যাচাই-বাছাই শেষে ০৮ এপ্রিল এই কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় পার্লামেন্ট মেম্বার’স ক্লাব নির্বাহী কমিটি নির্বাচন-২০২৪ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার বেনজীর আহমেদ এমপি ও নির্বাচন কমিশনার সানজিদা খানম এমপি উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত