আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো রিক্সার এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাকিবুল ইসলাম (৬৫)। সে একই উপজেলার ১৯ বিঘি গ্রামের মৃত তারিফ আলীর ছেলে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। রবিবার (৩১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ আঞ্চলিক সড়কের কলাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন, মো: আজিজ (৪০), মোঃ মহসিন, (৬০), মোছা: বিলকিস (৩০) এবং আনিকা (০৬)। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলমগীর কবির জানান, সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, একজনকে পরীক্ষা করে দেখি এক মৃত ছিল। তিনজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড হয়েছে। একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শিবগঞ্জ উপজেলার কলাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী অটো রিক্সা কানসাট অভিমুখে আসার সময় সোনামসজিদ গামী একটি ট্রাক অটো রিক্সাটিকে ধাক্কা দিলে অটো রিক্সার যাত্রী রাকিবুল ঘটনাস্থলে নিহত এবং এ ঘটনায় চারজন আহত হয়েছে। ঘাতক ট্রাক ও এর হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত