আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তে জব্দ হওয়া প্রায় ৬৩ কোটি টাকার চোরাচালান দ্রব্য এর মধ্যে ৪৮কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। শনিবার (৩০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) বিকালে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটেলিয়ন ক্যাম্পে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটেলিয়ন গত এক বছরে এসব মাদকদ্রব্য জব্দ করে। এর আগে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকদ্রব্য ধ্বংস-করণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত মহাপরিচালক রংপুর রিজিওনের রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন, রহনপুর ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে শিবগঞ্জ ও ভোলাহাট থানার বিজ্ঞ আদালতের আদেশে ফেনসিডিল, বিদেশি মদ, ইয়াবা, হিরোইন নেশা জাতীয় ইনজেকশন ধ্বংস করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত