জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুর বিরামপুরে ট্রান্সফরমার চোর চক্রের শাহিনুর আলম (৩৫) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিরামপুর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম শাকিল। আটককৃত চোর চক্রের সদস্য শাহিনুর আলম উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের উত্তর ভগবতীপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি চুরি হওয়া সেচ পাম্পের নাইট গার্ড ছিলেন।
সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ভোরে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভগবতিপুর গ্রামের ভাটার পাশে শফিকুল ইসলাম নামে এক কৃষকের ৫কেভি ট্রান্সফরমার চুরি হয়। পরে তিনি বিরামপুর থানায় অজ্ঞাতনামা একটি এজাহার দায়ের করেন। পরবর্তীতে বিরামপুর থানা পুলিশ বিষয়টি আমলে নেয়। সোমবার (২৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) পৌর শহরের শাহীন পুকুর এলাকায় ভাঙ্গারি দোকানের সামনে থেকে একটি ৫ কেভি ট্রান্সফরমারের তামা পেঁচানো যন্ত্রাংশ কোরপাতি উদ্ধারসহ সেচ পাম্পের নাইট গার্ডকে গ্রেফতার করা হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, গ্রেফতারকৃত শাহিনুর আলমকে সোমবার দুপুরে জেল-হাজতে পাঠানো হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত