ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে ‘বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৪’ উদ্যাপিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ময়মনসিংহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় ও জেলা প্রশাসন, কনজিউমারস অ্যাসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) ময়মনসিহের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আমরা কিন্তু সবাই ভোক্তা। আমরা পরস্পর পরস্পরের প্রতি নির্ভরশীল। আসল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ভোগ্যপণ্য ভোগ করতে পারে সেটা নিশ্চিত করা। তিনি বলেন, পণ্যের মূল্য, মান ও পরিমাণ এই তিনটি জিনিস ঠিক রাখলে তো আর কোন সমস্যা নেই। তিনি বলেন, অতিরিক্ত মুনাফা লাভের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সরকার যে নির্ধারিত মূল্য বেঁধে দিয়েছে সেই মূল্যে পণ্য ক্রয় বিক্রয় করতে হবে। ব্যবসা করা মানে হচ্ছে সেবা করা। আর এ সেবাটা যেন স্বচ্ছ থাকে সেদিকে সবার নজর দেওয়া দরকার। তিনি ভোক্তাদের উদ্দেশ্যে বলেন, চাহিদার তুলনায় বেশি পরিমাণে পণ্য ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। তাদের একসাথে পণ্য না কিনে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে ক্রয়ের আহ্বান জানান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল হক মৃদুল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক আব্দুস সালাম, ক্যাবের সভাপতি এডভোকেট এম এ কাশেম ও সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ, মেছুয়া বাজার ব্যাংক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আজাদ সেলিম, ময়মনসিংহ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিইও তপন কুমার ভট্টাচার্য, ময়মনসিংহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ব্যবসায়িক সমিতি হেরা ট্রেড সেন্টারের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, বিভাগীয় মৎস্য দপ্তরের মৎস্য কর্মকর্তা ডঃ মুহাম্মদ সালাহ উদ্দিন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আলাউদ্দিন এবং ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক বলেন, ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের ২০২৩-২৪ অর্থবছরে জুলাই/২৩ থেকে ফেব্রুয়ারি/২৪ পর্যন্ত মোট ৪১৮টি বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে ও ৩ হাজার ১৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান তদরকি করা হয়েছে। তার মধ্যে ৯৩৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৪৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করে শতভাগ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। সভায় জানানো হয়, ময়মনসিংহ বিভাগাধীন জেলাসমূহে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই, ২০২৩ থেকে ফেব্রুয়ারি, ২৪ পর্যন্ত মোট ১০৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির হার ৮৯%। তন্মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে ২৫% হিসেবে ১৩ জন ভোক্তাকে ১২ হাজার ৮৭৫ টাকা প্রণোদনা দেওয়া হয়। অবশিষ্ট ৩৮ হাজার ৬২৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত