বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সারাদেশের মতো বরিশালেও বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। এবার বিশ্ব ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) বরিশাল সার্কিট হাউজ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু ও বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক বক্তৃতা করেন। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভোক্তাদের স্বার্থ যেন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও যথাযথভাবে সংরক্ষিত হয় সে লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরকে ভূমিকা রাখতে হবে। বক্তারা আরো বলেন, নিরাপদ পণ্য পাওয়া ভোক্তার অধিকার। সে জন্য ভোক্তা ও ক্রেতা সকলেরই সচেতন হতে হবে। চটকদার বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করা বন্ধ করতে হবে। এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে বলে তারা উল্লেখ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত