মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। তাই খাদ্য তালিকায় পুষ্টিকর খাদ্য রাখতে হবে। সোমবার (১১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা ২০২০’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, যেকোনো ধরনের অসুস্থতা এড়াতে পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি সুস্থ জীবনযাপন পদ্ধতি মেনে চলতে হবে। ভেজাল খাবারের বিষয়েও সকলকে সচেতন হতে হবে। মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মোঃ শহীদুল আলম, মেহেরপুরের পুলিশ সুপার এস. এম. নাজমুল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত