ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি বলেছেন, নারী ক্ষমতায়ন নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। নারীর ক্ষমতা নিশ্চিতকরণে বর্তমান সরকার পূর্বের তুলনায় বহুগুণের বিনিয়োগ বৃদ্ধি করেছে।
শুক্রবার (৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) অফিসার্স ক্লাব মহিলা কমিটি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
এইবারের প্রতিপাদ্য “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ”
প্রতিমন্ত্রী বলেন, সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। সমঅধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়নে তদারকি করা হচ্ছে। এই প্রতিপাদ্যের সাথে বাংলাদেশ সমান-তালে এগিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের নারী বান্ধব কর্মসূচির ফলে নারীর প্রতি বৈষম্য কমেছে। নারী নির্যাতন নিরসন, লিঙ্গভিত্তিক সমতা আনয়ন, বাল্যবিবাহ রোধ, ও কর্মে প্রবেশের ক্ষেত্রে সরকারের উদ্যোগ এখন দৃশ্যমান।
প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক,শিক্ষা, চিকিৎসা, খেলাধুলাসহ সকল ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। নারী উদ্যোক্তা তৈরির জন্য সরকার বাজেট, ঋণ, প্রশিক্ষণসহ নানান সহায়তা প্রদান করে যাচ্ছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত