রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘নারীর সমঅধিকার, সম-সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্য নিয়ে রংপুরে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪, উদযাপিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) রংপুর টাউনহলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা-প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রংপুর-এর উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উপ-পরিচালক (স্থানীয় সরকার) শাহনাজ বেগম। প্রধান অতিথির বক্তৃতায় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষের সমতা-ভিত্তিক সমাজ প্রয়োজন। এজন্য সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কর্মক্ষেত্রে নারীদের দক্ষতা বৃদ্ধিতে অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করছে। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এখন দৃশ্যমান। নারীর সুপ্ত প্রতিভাকে বিকশিত করলে দেশের আর্থসামাজিক অবস্থা উন্নত হবে। নারী নির্যাতন বন্ধ প্রসঙ্গে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সমাজে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। নারী নির্যাতন বন্ধের লক্ষ্যে প্রণীত আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। এছাড়াও তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ বাল্যবিবাহের শিকার হওয়া নারীরা অপরিণত বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে তিনি সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে রংপুরের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা: সেলোয়ারা বেগম প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন মহিলা সংগঠন ও এনজিওকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনাসভার পূর্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রংপুর জেলা-প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত