আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের “ধর্ম বিষয়ক মন্ত্রণালয়” সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপি এর সভাপতিত্বে বুধবার (৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি ও মোঃ রশীদুজ্জামান এমপি অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বৈঠকে উপস্থিত সদস্যগণ ও কর্মকর্তাগণের পরিচিতি পর্ব শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমুহের সার্বিক কার্যক্রম এবং আসন্ন রমজান ও হজ্ব পালনে বিভিন্ন গৃহীত কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়। বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত