মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আচারে মধুমতি ব্যাপক সাড়া পাওয়ায় চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ হাজার ৭২০ মণ আম সংগ্রহ করেছে বেসরকারি সংস্থা মধুমতি গ্রুপ। রোববার বিকেলে এ তথ্য জানান মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা। তিনি জানান, গেল বছর ৪৯ জেলায় মধুমতি আচার সরবরাহ করা হয়। এতে চাহিদা ও সাড়া পাওয়ায় চলতি মৌসুমে গুটি ও আশ্বিনা জাতের ১ হাজার ৭২০ মণ আম কিনে আচারের জন্য প্রস্তুত করা হচ্ছে। স্থানীয়ভাবে প্রান্তিক চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকদের কাছ থেকে এসব আম সংগ্রহ করা হয়েছে। এতে প্রকৃত আমচাষী ও ব্যবসায়ীরা ন্যায্যমূল্যে পেয়েছেন। মধুমতি ফ্যাক্টরিতে তৈরি করা হয় চক, মিষ্টি, টক-ঝাল আচার। আচার তৈরিতে ইতোমধ্যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ২৫ জনের। প্রত্যেক শ্রমিককে দেয়া হয় মাসিক ৮ হাজার টাকা। স্থানীয়ভাবে আচারের চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় প্রায় সারাদেশে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত