আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোফাজ্জল ইসলাম(৫২) নামে এক ঘাস ব্যবসায়ীর আগুনে পুড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলার বহরম এলাকার একটি মাঠ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত তোফাজ্জুল ইসলাম সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকবহরম এলাকার ইসমাইল হোসেনের ছেলে । নিহতের ভাই সেরাজুল ইসলাম জানান,‘গতকাল রাত সাড়ে ৮টার দিকে তাঁর ভাই জরুরি কাজ আছে বলে বাসা থেকে বের হয়। কিন্তু রাতে আর ফিরে আসেনি। সকাল ১০টার দিকে বহরম এলাকায় একজনের আগুনে পুড়া মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ওই মরদেহটি আমার বড় ভাই তোফাজ্জুল ইসলামের। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধাররের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কিভাবে মারা গেছে তা জানা না গেলেও; এটি যে পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা তাঁকে মেরে মাঠের ভেতর মাড়াই করা সরিষার খড়ের ভেতর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।’ তিনি আরও জানান, ‘সিআইডির ক্রাইম সিনে ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে। মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, নিহতদের ছেলে হযরত জানান,‘ তাঁর বাবা আগে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করলেও; বর্তমানে তিনি বয়স-জনিত কারণে ভ্যানে করে কাঁঠালের পাতা ও ঘাস বিক্রি করতো। তাদের জানামতে তাঁর বাবার কোন শত্রু ছিলোনা বা কারো সাথে কোনও বিবাধ ছিলোনা। রাতে জরুরি কাজ আছে বলে বের হলেও; আর জীবিত ফিরলেন না। তিনি আরও জানান,‘এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করছি। অপরদিকে, স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, তোফাজ্জল ইসলাম একজন ভালো মানুষ ছিলো। তাঁর মতো একজন সাধারণ মানুষকে এভাবে আগুনে পুড়িয়ে মেরে ফেলায় বিস্ময় প্রকাশ করেছেন তারাও। এই হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও তাই এলাকাবাসীর।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত