রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- এ প্রতিপাদ্য নিয়ে রংপুরে শুক্রবার (১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ‘জাতীয় বীমা দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রংপুর টাউনহলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম। অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান বলেন, উন্নত দেশের বীমা কোম্পানিগুলো জিডিপিতে ৭ শতাংশের অধিক অবদান রাখছে। বাংলাদেশে বর্তমানে ৮১টি সরকারি ও বেসরকারি বীমা কোম্পানি সক্রিয় থাকলেও তা জিডিপিতে এখনো এক শতাংশেরও কম অবদান রাখছে। তাই বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। স্মার্ট বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে বীমা-খাত যাতে কার্যকর অবদান রাখতে পারে সেজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত