ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে পৃথক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকা ত্যাগ করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস ও ফ্লোরিডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ‘২৮তম এশিয়ান ট্রেড, ফুড ফেয়ার এন্ড কালচারাল শো ২০২৪’- এর উদ্বোধন করবেন। ৫ মার্চ প্যারিসের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। এছাড়া তিনি ফ্রান্সের প্যারিসে ‘বিল্ডিং এন্ড ক্লাইমেট গ্লোবাল ফোরাম’ আয়োজিত দুই দিনব্যাপী সেমিনারে অংশগ্রহণ করবেন। যুক্তরাষ্ট্র যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং ফ্রান্স থেকে আগামী ১০ মার্চ দেশে ফেরার পথে মরক্কো ও তুরস্কের ইস্তাম্বুলে তার যাত্রাবিরতি করার কথা রয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত