পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করতে চা বোর্ড আন্তরিকভাবে কাজ করছে। উত্তর অঞ্চলের চায়ের ন্যায্য মূল্য পেতে গুণগত মানসম্পন্ন চা উৎপাদন করার পাশাপাশি চা আইন, ২০১৬ যথাযথভাবে অনুসরণ করতে হবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) চা বোর্ডের আয়োজনে ও পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম এসব কথা বলেন। পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন-কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় পঞ্চগড়ে চা উৎপাদনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় ও চা আইন, ২০১৬ বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় উত্তরবঙ্গের সম্ভাবনাময় চা শিল্পকে বাঁচাতে ১০০ কোটি টাকা প্রণোদনার সুপারিশ করা হয়। এ ছাড়া কর্মশালায় প্রণোদনার পাশাপাশি নিলাম মার্কেটে প্রতি কেজি তৈরি চা পাতার মূল্য সর্বনিম্ন ১৭০ টাকা নির্ধারণ, কালোবাজারে অবৈধভাবে চা পাতা বিক্রি বন্ধসহ বেশ কিছু বিষয়ে সুপারিশ করা হয়। কর্মশালায় চা বোর্ডের কর্মকর্তা, চা বাগানের মালিক, কারখানা মালিক, ক্ষুদ্র চা চাষি, সাংবাদিকসহ চা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত