ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের দীর্ঘদিন যাবত পরিত্যক্ত তুলাতলি খাল উদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও চৌমুহনী পৌরসভা। শনিবার সকালে বিডি ক্লিন এর সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। এ সময় চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান, এসিল্যান্ড আসিফ আল জিনাত, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদী, চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু, সমাজসেবী জাফর ইকবাল রুপকসহ অনেকে উপস্থিত ছিলেন।
বড় পোল থেকে কমফোর্ট হাসপাতাল পর্যন্ত ১২শ মিটার খাল পরিষ্কারে কাজ করছে বিডি ক্লিনের প্রায় তিনশ কর্মী। তাদের সহযোগিতায় আছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও পৌর পরিবহন। পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন-কালে সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন বলেন, খালটি উদ্ধার হলে পানির প্রবাহ বাড়বে, মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রব কমবে এবং এ এলাকার জীব-বৈচিত্র্য সংরক্ষণ হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত