সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট নাগরিক হতে হবে। ইমরান আহমদ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত কোম্পানীগঞ্জ উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২৩ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধা বৃত্তি সনদ ও সমিতির আজীবন দাতা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এডভোকেট মোঃ কামাল হোসেনের পরিচালনায় কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি সনদ প্রদান ও সমিতির আজীবন দাতা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল খায়ের। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইমরান আহমদ বলেন, তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্নকে বাস্তবায়িত করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। শিক্ষাকে উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে গুরুত্ব দিয়ে নিজেদের শিক্ষিত, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৩ সালে অনুষ্ঠিত পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত এসএসসি পর্যায়ের ১৮ জন শিক্ষার্থী ও এইচএসসি পর্যায়ের ১১ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া ১০ জন আজীবন দাতা সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত