ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত মহিলা বিষয়ক অধিদপ্তর পরিদর্শন এবং মতবিনিময় সভায় যোগদান-কালে মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এম.পি বলেন, মানবসম্পদ উন্নয়নের উপযোগী প্রজেক্ট গ্রহণ করতে হবে। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত, জেন্ডার সমতা এবং বৈষম্যহীন ও সমতা-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। তিনি বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় ইস্কাটনে অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তর পরিদর্শন ও এক মতবিনিময় সভায় যোগদান-কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সমাজে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে ও নারী সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে। প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণে আরো সচেতন হতে হবে এবং প্রকল্পের আউটপুট নিরূপণ করতে হবে। তিনি বলেন, ট্রেডিশনাল সেলাই মেশিনের পরিবর্তে আধুনিক সেলাই মেশিন সরবরাহ করা হবে। কিশোর কিশোরী ক্লাবের সুবিধা বৃদ্ধির পাশাপাশি আধুনিকায়ন করা হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরির মাধ্যমে সেবা প্রদান করতে হবে এবং ভাতা প্রদান প্রক্রিয়া আরো স্বচ্ছ করতে হবে। উল্লেখ্য, ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড নামক প্রতিষ্ঠান দিয়ে সর্বপ্রথম মহিলা বিষয়ক অধিদপ্তরের অগ্রযাত্রা শুরু হয় এবং পরবর্তীতে ভিন্ন ভিন্ন ধাপের মাধ্যমে ১৯৯০ সালে মহিলা বিষয়ক অধিদপ্তরে রুপান্তর হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর VWB, মা ও শিশু সহায়তা কর্মসূচি, মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ তহবিল কর্মসূচি এই ৩টি প্রধান কর্মসূচির মাধ্যমে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর দিবা-যত্ন কেন্দ্র, কর্মজীবী মহিলা হোস্টেল, মহিলা সহায়তা কেন্দ্র, নারী নির্যাতন প্রতিরোধ সেল ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে নারীদের সেবা প্রদান করে থাকে। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খানের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত