আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন ৮টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আঙ্গারিয়াপাড়া পাইকোড়তলা মোড়ে এসব সড়কের কাজের উদ্বোধন করা হয়। এই ৮টি সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৮৫২ টাকা। লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট-এলজিসিআরআরপি শীর্ষক প্রকল্পের চতুর্থ প্যাকেজের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। প্যাকেজের আওতায় ১.৫৮০ কিলোমিটার রাস্তা ও ১৫৬ মিটার ড্রেন নির্মাণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল ওদুদ। সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, জেলা আ.লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত