ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্য তেল, চিনি, খেজুর এবং চালের দাম কমাতে শুল্ক কমিয়েছে সরকার। ভোজ্য-তেল আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে কমে ১০ শতাংশ এবং খেজুর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ে অফিসকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান। চিনি আমদানি শুল্ক কমেছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, অপরিশোধিত চিনির আমদানি শুল্ক টন-প্রতি এক হাজার এবং পরিশোধিত চিনির শুল্ক টন-প্রতি দুই হাজার টাকা ধার্য করা হয়েছে। এদিকে চাল আমদানিতে সমস্ত আমদানি শুল্ক প্রত্যাহার করে রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। তিনি বলেন, সরকার পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে আন্তরিকভাবে চেষ্টা করছে। পণ্য-মূল্য ভোক্তাদের নাগালে রাখতে পণ্য আমদানি শুল্ক কমানো তারই প্রতিচ্ছবি। এর আগে প্রতিমন্ত্রী টিটু সেন্টার ফর এনআরবি প্রতিনিধিদলের সাথে বৈঠকে প্রবাসীদের বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। এরপর তিনি হস্তশিল্পের বাণিজ্যিক সম্প্রসারণ বিষয়ক সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট) এর প্রতিনিধিদলের সাথে বৈঠক করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত