ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলা সদরে ট্রেনের ধাক্কায় ১জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম বাচ্চু মিঞা (৪৫)। সে মাগুড়া প্রধানপাড়া গ্রামের খাদেমুল ইসলাম ওরফে বুয়ালির ছেলে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ৯টায় সদরের মাগুড়া ইউনিয়নের মাগুরাকান্দর বড় ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বাচ্চু বুদ্ধি প্রতিবন্ধী। সকালে রেল লাইনের আশপাশে সে ঘুরছিল। এসময় ঢাকা থেকে ছেরে আসা আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেসের সামনে রেল লাইনে দারিয়ে যায় বাচ্চু। এসময় তাকে সতর্ক করারা জন্য বারবার হুইসেল বাজায় ট্রেনটি। পরে বাচ্চু মিঞা সড়ে না যাওয়ায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পঞ্চগড় সদরের মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত